image

চকরিয়ায় তিনটি রেলস্টেশনে নেই পুলিশ ফাঁড়ি, বাড়ছে চুরি-ছিনতাই

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

চট্টগ্রাম দোহাজারী থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত চালু হওয়া স্বপ্নের রেললাইনে ইতোমধ্যে যাত্রী পরিবহন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু রেললাইন চালুর দুইবছর সময় অতিবাহিত হলেও চকরিয়া উপজেলার তিনটি রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপিত না হওয়ায় দিনের বেলায় যেমন তেমন রাতের বেলায় স্টেশনগুলো অনিরাপদ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে রাতের আঁধারে বাড়ছে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন যাত্রী সাধারণ।

জানা গেছে, চট্টগ্রাম কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার সাহারবিল, হারবাং ও মালুমঘাট এলাকায় তিনটি রেলস্টেশন রয়েছে। ভৌগোলিক কারণে ৬ উপজেলার সেন্টারপয়েন্ট হিসেবে অধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চকরিয়ার রেলস্টেশনগুলো।

অভিযোগ উঠেছে, চকরিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে নির্মিত রেল স্টেশন চালু হওয়ার পর থেকে রেলওয়ে পুলিশ ফাঁড়ি নেই। এ অবস্থায় রেলস্টেশন গুলোতে দিন দিন চুরি, ছিনতাই, যাত্রী হয়রানি ও সার্বিক নিরাপত্তাজনিত ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় লোকজন জানান, চকরিয়ার রেলস্টেশনগুলোতে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি না থাকায় মুলত স্টেশন এলাকায় শৃঙ্খলা রক্ষা ও সংগঠিত অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কতিপয় অপরাধীরা নিরাপত্তা জনিত দুর্বলতার সুযোগে রেলস্টেশন এলাকাকে রীতিমতো ডেরায় পরিণত করেছে।

এমন প্রেক্ষাপটে রেলস্টেশন গুলোতে যাত্রীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে চকরিয়ায় জরুরি ভিত্তিতে রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন সাঈদী আকবর ফয়সাল নামের চকরিয়া উপজেলার এক সংবাদকর্মী।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, রেলপথে দিনদিন যাত্রীসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধ প্রবণতাও বাড়ছে। কিন্তু পুলিশি নজরদারি না থাকায় স্টেশন গুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে না। রাতের বেলায় রেলস্টেশনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।

এ অবস্থায় জনস্বার্থে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ অতিসত্বর চকরিয়া উপজেলার রেলস্টেশনে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এবিষয়ে জানতে চাইলে সাহারবিল স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী বলেন, বর্তমানে রেলওয়ে স্টেশনে যাত্রী–সাধারণেরা কয়েকটি নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তদ্মধ্যে সন্ধ্যা পরবর্তী রেলওয়ে স্টেশনে যাওয়ার পথসহ আশপাশের কয়েকটি এলাকায় লাইটিংয়ের কোনো ব্যবস্থাই নেই। তার ওপর রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী তথা রেলওয়ে পুলিশ না থাকার সুযোগে স্টেশনগুলোর বখাটেদের নিরাপদ আস্থানায় পরিণত হয়েছে।

এতে সন্ধ্যার পর হরহামেশাই ঘটছে যাত্রী-সাধারণের ওপর হামলাসহ ছিনতাইয়ের ঘটনা। চকরিয়া রেল স্টেশনের সার্বিক এই চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. ফরহাদ চৌধুরী।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি