image
ছবিঃ সংগৃহীত

শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধি, নরসিংদী ও শিবপুর

নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক কালবেলা ও সময়ের আলো পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি আবদুর রব শেখ মানিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ভোর ৩টা ৪৫ মিনিটে মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়। ওই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত শনিবার ভোর ৩টা এ নম্বর থেকে কল এলে তার ঘুম ভেঙে যায়। এই দুই নম্বর থেকে ফোন আসলে তিনি কল রিসিভ করেন। তখন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে লাইন কেটে দেন। হুমকিদাতা ওই ব্যক্তির কণ্ঠস্বর কিংবা মোবাইল নম্বর তার পরিচিত নয়। কিন্তু কোন উদ্দেশ্যে তাকে হত্যার হুমকি দেয়া হলো তা তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় পরিবার নিয়ে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, সাংবাদিককে হুমকির একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি