image

তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা: দেশের রাজনীতিতে তরুণ নেতৃত্বের একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান থেকে সক্রিয় ভূমিকা নেওয়া বিভিন্ন ছাত্র নেতা, বাম ও মধ্যপন্থী তরুণ ও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) থেকে পদত্যাগকারী নেতারা এই উদ্যোগে যুক্ত হচ্ছেন। আগামী শুক্রবার (১৬ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন প্লাটফর্মের ঘোষণা করা হবে।

প্ল্যাটফর্মের নাম চূড়ান্ত হয়নি এখনও। সাবেক ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক অনিক রায়, লেখক ও কর্মী তুহিন খান ও আদিবাসী ছাত্র সংগঠনের নেতা অলিক মৃসহ বিভিন্ন নেতা এই উদ্যোগে যুক্ত হয়েছেন। প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা অনুযায়ী ধর্ম, জাতি ও মতাদর্শ নির্বিশেষে তরুণরা একসাথে কাজ করবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্ল্যাটফর্ম জনমুখী রাজনীতি ও অন্তর্ভুক্তিমূলক নীতির ওপর গুরুত্ব দেবে, যদিও এর পূর্ণ লক্ষ্য ও নীতি এখনও ফাইনাল করা হয়নি।

সংশ্লিষ্ট নেতারা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পরিকল্পনা রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি