image
বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিটিসএন্ডসি প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকরা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে শপথ নেন -সংবাদ

সীমান্তের নিরাপত্তায় এবার রেকর্ডসংখ্যক সৈনিকের শপথ

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করবো: ফেলানীর ভাই

মাসুদ রানা, সাতকানিয়া (চট্টগ্রাম)

ছয় মাস আগেও অনেকটা লক্ষ্যহীন জীবন ছিল তাদের। ছিল সংকীর্ণতা। সেই সংকীর্ণতা দমিয়ে রাখতে পারেনি তাদের। ১০৪তম রিক্রুট ব্যাচের ৩,০২৩ জন সৈনিকের মৌলিক প্রশিক্ষণ শেষে তারা এখন বিজিবির গর্বিত সৈনিক। এবার দেশমাতৃকার সীমান্ত রক্ষায় স্থির লক্ষ্য তাদের। তাই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন সৈনিকদের দৃপ্ত শপথ- ‘শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবো মাতৃভূমি, সততা ও বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য ও দায়িত্ব পালন করবো। নিজের জীবন বিপন্ন করে হলেও অর্পিত দায়িত্ব পালন ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো।’

বুধবার, (১৪ জানুয়ারী ২০২৬) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের শপথ গ্রহণ পর্বে সীমান্ত রক্ষায় এমন দৃপ্ত শপথ নেন ১০৪তম রিক্রুট ব্যাচের ৩,০২৩ জন নবীন সৈনিক। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

চার মাসব্যাপী বিজিটিসিঅ্যান্ডসিতে এই ব্যাচের ২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন নারী সদস্যের এই প্রশিক্ষণ শেষ করে গত রোববার আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের সূচনা হলো।

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করবো: ফেলানীর ভাই

বিজিবিতে এবার নিয়োগ পেয়েছেন ফেলানীর ছোট ভাই আরফান হোসেন। তিনিও ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে আরফান হোসেন বলেন, ‘২০১১ সালে আমার বয়স তখন ৬-৭ বছর হবে। তখন আমার বড় বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। এরপর থেকেই আমার মা-বাবার ইচ্ছা ছিল আমি যেন এই বাহিনীতে বা দেশের জন্য কাজ করতে পারি। সেই লক্ষ্য নিয়েই আমি নিজেকে গড়ে তুলি এবং বিজিবিতে আসি।’

আরফান জানান, তারা তিন ভাই, দুই বোন। তিনি ২০২২ সালে স্থানীয় নাখারগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ২০২৪ সালে স্থানীয় একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। গত বছর বিজিবির সার্কুলার হলে তিনি আবেদন করেন। প্রাথমিক বাছাইপ্রক্রিয়া শেষে গত চার মাস প্রশিক্ষণ নেন। কঠোর পরিশ্রমের পর আজ তাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

তিনি বলেন, ‘সীমান্তে আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমি এখন সীমান্তরক্ষী বাহিনীর একজন সৈনিক হয়েছি। আমি চাইবো না, আমার বোনের মতো আর কারোর বাবা-মা তার সন্তান হারাক।’

বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এলাকায় ২০১১ সালের ৭ জানুয়ারি গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় ফেলানী খাতুনকে।

নবীন সৈনিকদের একজন বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুরের আল ইমরান। সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে প্রথম স্থান অর্জন করেন তিনি। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ইমরান। তার স্বপ্ন ছিল বিজিবিতে চাকরি করার। আজ তার ও পরিবারের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সমাপনী কুচকাওয়াজ শেষে কথা হয় নবীন এই সৈনিকের সঙ্গে।

তিনি বলছিলেন, বিএম কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াকালীন অনলাইনে বিজিবিতে চাকরির সার্কুলার দেখে আবেদন করেন। এরপর ফিল্ডসহ সব পরীক্ষায় উত্তীর্ণ হন। ডাকা হয় প্রশিক্ষণের জন্য। বিজিবি ট্রেনিং সেন্টারে ছয় মাস মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি এখন নিজেকে আত্মনিয়োগ করতে যাচ্ছেন দেশমাতৃকার সেবায়।

ইমরান বলেন, ‘প্রশিক্ষণের শুরুতে মনে হয়েছে এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। কিন্তু প্রশিক্ষকদের সহযোগিতায় আর পরিবারের অনুপ্রেরণায় আমি হারিনি। বরং ভয়কে জয় করেছি।’

ইমরানের মতো ১০৪তম রিক্রুট ব্যাচে নারী সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ হন লুবনা। তিনি বলেন, ‘আশা ছিল বিজিবির একজন গর্বিত সৈনিক হওয়ার। তবে এতোগুলো ধাপ পাড়ি দিয়ে এই পর্যায়ে আসবো, তা কখনো ভাবিনি। আজ আমরা আনন্দিত।’

### বললেন স্বরাষ্ট উপদেষ্টা

উপদেষ্টা নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, ‘শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার।’ তিনি বিজিবি’র চারটি মূলনীতি ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’-এ উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে বিজিবি’র ওপর অর্পিত দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালনে সদা জাগ্রত থাকতে নবীন সৈনিকদেরকে আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, ‘বিজিটিসিঅ্যান্ডসি বিগত ৪৪ বছর ধরে বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে গড়ে তুলছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৭২টি ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছে। এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা ৭০০-১,০০০ জন হলেও, ১০৪তম রিক্রুট ব্যাচে ৩,০২৩ জন (পুরুষ ২৯৫০, মহিলা ৭৩) রিক্রুটকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে ৭৪টি অবৈধ কাঠের চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন

» লামায় তামাক চাষের বিস্তার, হুমকির মুখে বন ও পরিবেশ

» ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

সম্প্রতি