ঢাকার সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এই অবরোধ কর্মসূচি চলে।
১টার মধ্যে কর্মসূচি শুরু হয়।
এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের অনেক শিক্ষার্থী। এর সঙ্গে মহাখালীতেও সড়ক অবরোধ করা হয়।
অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়, যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন।
সারাদেশ: চকরিয়ায় চলছে ফসলি জমি কাটার মহোৎসব