বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাভার্ড ভ্যানের চালক মো. শরিফ (৩২) গাজীপুর জেলার সদর ও তার সহকারী মো. আমির হোসেন (২৬) চাঁদপুর জেলার চাঁদপুর মতলব উত্তর থানার বাসিন্দা। এ ঘটনায় এসআই বিকাশ চক্রবর্তী বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
শেরপুর থানার (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের নেতৃত্বে এসআই বিকাশ চক্রবর্তীর সঙ্গীয় ফোর্স ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সারাদেশ: চকরিয়ায় চলছে ফসলি জমি কাটার মহোৎসব