জামালপুরের মাদারগঞ্জে ৩নং গুনারীতলা ইউনিয়নের জোনাইল ফকিরবাড়ি তালতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উমর মন্ডল ও বোন ফরিদা বেগমকে (দুটি পরিবার) নতুন করে ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে আকস্মিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তাজ উদ্দিন সহ অনেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ বিষয়টি এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।