ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভেতর দিয়ে যাওয়া টাউন খালের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে খালটি দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে খালের পাশ দিয়ে পায়ে হাঁটা সড়ক ও বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সকালে খাল উদ্ধার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি খালটি ঘুরে দেখেন এবং দ্রুত বর্জ্য অপসারণসহ করণীয় বিষয়ে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনের সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরাসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেন, পৌর এলাকার পানি নিষ্কাশনের অন্যতম খাল এটি। উন্নত দেশের মতো করে খালটিকে নান্দনিক ও উপভোগ্য করে তুলতে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। একে দূষণ ও দখলমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ, দুই পাশে বৃক্ষরোপণ ও আলোকসজ্জা করা হবে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহর ময়লা-আবর্জনায় সয়লাব। তিতাস নদীরও করুণ দশা। টাউন খালটি বর্জ্যরে ভাগাড়ে পরিণত হয়েছে। সবদিক বিবেচনা করে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরিকল্পিত উদ্যোগ হাতে নেয়া হয়েছে।