image
ছবিঃ সংগৃহীত

চকরিয়ায় বিদেশি পিস্তলসহ নারী আটক

প্রতিনিধি, চকরিয়া

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশের একটি দল। এ সময় অস্ত্র ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে মোসা. খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে আটক করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

সম্প্রতি