জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গ্রেপ্তারদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা। এর আগে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান (৪২), পৌরসভার বালিজুড়ী এলাকার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী ফকির (৫০), গাবেরগ্রাম এলাকার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে সোহেল মিয়া (৪০), একই এলাকার ছবুর খানের ছেলে মৃত মজনু খান (৪৭), বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার দুলাল মন্ডলের ছেলে সাইদুল মন্ডল (৩২), পশ্চিম সুখনগরী এলাকার বেলাল মন্ডলের ছেলে নুর মোহাম্মদ (২৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলার পলাবান্দা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে সামিউল (৪৫) ও সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩৫)। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ সংবাদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় পুলিশ অবস্থান নেয়। পরে বিকেলে ওই এলাকার একটি কৃষিজমির পরিত্যক্ত জায়গায় জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জনকে আটক করা হয়। এ সময় আরও ১০-১২ জন জুয়াড়ি পালিয়ে যায়।
এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা সংবাদকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। এ সময় ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হলেও আরও ১০-১২ জন জুয়াড়ি পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭১ হাজার টাকাসহ সাত প্যাকেট তাস, একটি ত্রিপল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।’