নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাজার মনিটরিং করা কালে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে বেমগঞ্জের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। জানা গেছে, নোয়াখালীর জেলা প্রশাসক শফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার একলাশপুর, চৌরাস্তা এবং বাংলা বাজার এলাকায় এলপিজির গ্যাসসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ এলপিজির পরিবেশক পয়েন্ট, মুদি, নিত্যপণ্যের দোকান ও হোটেলগুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে রাজন স্টোর এর স্বাধিকারী মো. শিমুলকে (২০) ৫ হাজার, মেসার্স হৃদয় স্টোরের নাজমুল হাসান হৃদয়কে সাড়ে ৫ হাজার, লোকমান স্টোরকে ২ হাজার, ক্যাফে স্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ডসহ চার প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামসহ বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত।