বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে অবস্থিত এসবিএম ও টিএমবি ইটভাটায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে চুল্লি ভেঙে দিয়ে ৫ লাখ টাকা জরিমানা হয়। গত ১৪ জানুয়ারি অবৈধ এ ইটভাটাগুলোতে অভিযান পরিচালিত হয়।
যে দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়- আব্দুল্লাহ আল আরাফাত-এর ঝইগ ব্রিকস্ ও করিমুল মোস্তফা স্বপন-এর ঞগই ব্রিকস্।
মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫ (১) ও ১৫ (১) অনুযায়ী ঝইগ ব্রিকসকে ৩ লাখ টাকা ও ঞগই ব্রিকসকে ২ লাখ টাকাসহ মোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
প্রশাসন ও পরিবেশের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন, লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এবং প্রসিকিউশন প্রদান করেন জনাব মো. রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।
লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, লামা উপজেলা প্রশাসন পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।