মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে সিরাজদিখান বাজারে অবস্থিত ওয়ান বেকার নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত ও সংরক্ষণ এবং অবহেলাজনিত কর্মকারে মাধ্যমে ভোক্তার স্বাস্থ্য ও আর্থিক ক্ষতির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেকারির ম্যানেজার মো. হোসেনকে ৫ হাজার টাকা অর্থদ প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী বলেন, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণে সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে সিরাজদিখান থানার পুলিশ ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন