ভোলায় গজনবী স্টেডিয়াম মাঠে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর শুভ উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভোলার তরুণ মেধাবী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। ভোলার তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপপরিচালক মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. আজাহারুল হক।
বিজ্ঞান ও প্রযুক্তি: বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন