মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে ভয়াবহ বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বালুবাহী ট্রাক কোনো ধরনের ত্রিপল বা ঢাকনা ছাড়াই চলাচল করছে সড়ক মহাসড়ক জুড়ে।
চলন্ত ট্রাক থেকে বালু ও ধূলিকতা উড়ে আশপাশে ছড়িয়ে পড়ছে এবং রাস্তায় জমে তৈরি হচ্ছে ধুলোর-বালুর স্তূপ। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে গদি তৈরি করছেন।
সেখান থেকে ট্রাক মাহিদ্র জাতীয় যানবাহনে করে বিভিন্ন এলাকায় বালু পরিবহন করে থাকে।
নিয়ম অনুযায়ী বালু পরিবহনের সময় ট্রাক ঢেকে রাখার বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশে তা মানা হচ্ছে না।
এর ফলে চলন্ত ট্রাক থেকে উড়ে আসা ধূলিকতা মানুষের চোখ-মুখে লাগছে। এতে শ্বাসকষ্ট, চোখ জ্বালা-পোড়া ও ত্বকের সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে মোটরসাইকেল চালকরা বেশি ঝুঁকিতে পড়ছেন, যার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার পথচারী আব্দুর রহমানসহ কয়েকজন বলেন, দিনের বেশির ভাগ সময় সড়কে ধুলোর কুয়াশার মতো অবস্থা থাকে। চোখ-মুখ ঢেকে না চলাচল করতে হয়।
ভবেরচর কাঁচা বাজারের সবজি বিক্রেতা ফজলুর রহমান বলেন, বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলার সাহস পায় না। প্রতিবাদ করলেই গালিগালাজ ও হুমকি দেয়া হয়।
এলাকাবাসী দ্রুত খোলা ট্রাকে বালু পরিবহন বন্ধে কার্যকর ব্যবস্হা গ্রহনের দাবী জানিয়ে, বালুবাহী ট্রাকে ত্রিপল ব্যবহারেরে বাধ্যবাধকতা আরোপ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, দীর্ঘদিন ধুলাবালুর মধ্যে চলাচলের ফলে হাঁপানি, ব্রঙ্কাইটিসসহ নানা শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি আরও বেশি বিপজ্জনক।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বালু বহনকারী ট্রাক ও ট্রলি ত্রিপল ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন