ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল বুধবার দিনভর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর, মাধবখালী, বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/৮-এস এর কাছাকাছি রাজাপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইদিন ভোরে মাধবখালী বিওপির আওতাধীন এলাকায় একটি আমবাগান থেকে ২৩ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ ও ১৪০ পিস ভায়াগ্রা জব্দ করা হয়। অন্যদিকে সকাল ৮টার দিকে বাঘাডাঙ্গা বিওপির নিয়মিত টহলের সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫ জন পুরুষকে আটক করা হয়।
এছাড়া দুপুরের দিকে শ্রীনাথপুর বিওপির এলাকায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুসহ মোট ৬ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
অর্থ-বাণিজ্য: বিএইচবিএফসির খেলাপি ঋণ কমে ৩.৪৫%
বিজ্ঞান ও প্রযুক্তি: বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন