image
ছবিঃ সংগৃহীত

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মাদক উদ্ধার, ১১ জন আটক

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল বুধবার দিনভর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর, মাধবখালী, বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/৮-এস এর কাছাকাছি রাজাপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইদিন ভোরে মাধবখালী বিওপির আওতাধীন এলাকায় একটি আমবাগান থেকে ২৩ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ ও ১৪০ পিস ভায়াগ্রা জব্দ করা হয়। অন্যদিকে সকাল ৮টার দিকে বাঘাডাঙ্গা বিওপির নিয়মিত টহলের সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫ জন পুরুষকে আটক করা হয়।

এছাড়া দুপুরের দিকে শ্রীনাথপুর বিওপির এলাকায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুসহ মোট ৬ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহে ছিনতাই প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা