image
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণায় কম্বল বিতরণ

প্রতিনিধি, নেত্রকোণা

জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে নেত্রকোণায় বার্ষিক সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ ফোরামের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে বার্ষিক সভা শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়। ফোরামের সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ কাকনের সঞ্চালনায় বার্ষিক সভায় সভপতিত্ব করেন ফোরামের সভাপতি ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতারা, নেত্রকোণা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের ১০ উপজেলার সব সদস্যসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. হাফিজুল ইসলাম, নেত্রকোণা সদর আসনের ইসালমী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা শরিফ উদ্দীন তালুকদার, নেত্রকোণা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা সদর সার্কেল এসপি সজল সরকার, জেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, লেখক ও গবেষক আলী আহামদ খান আইয়োব, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারি কামরুল হক, ব্যাবসায়ী নেতা এমএ ওয়াহেদ, নেত্রকোণা সদর হাসপাতাল আরএমও মাজহারুল ইসলাম মাজু, নেত্রকোণা চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল হক সায়েম, জেলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য সুজাদুল ইসলাম ফারাস, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকসহ অনেকেই।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি