image
ছবিঃ সংগৃহীত

মাধবপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি গ্রেপ্তার

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকের উপর হামলার অভিযোগে ওই কমিটির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপনকে (৩৮) গ্রেপ্তার করেন। রিপন শ্রীধরপুর গ্রামের মৃত মো. আব্দুল মালেক মধুলালের পুত্র। জানা যায়, নির্বাচন পরিচালনা কমিটিতে তার লোক কম রাখার অভিযোগ করে রিপন তার দলবল নিয়ে সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীনের ওপর হামলা করে তাকে আহত করে। পরে স্থানীয় লোকজন আমজাদ আলী শাহীনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত শাহীনের ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে মাধবপুর থানা মামলা দায়ের করলে পুলিশ রিপনকে গ্রেপ্তার করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি