ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে আজ শুক্রবার, (১৬ জানুয়ারী ২০২৬) সকাল থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে শিকার হতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীর শিকার কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গজারিয়ার আনারপুরা এলাকায় কুমিল্লামুখী সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে এ যানজটের সূত্রপাত হয়।
দুর্ঘটনার পর ধীরে ধীরে যানজট ছড়িয়ে পড়ে গজারিয়া উপজেলার প্রায় ১৩ কিলোমিটার মহাসড়কজুড়ে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রতিবেদন লেখা সময় মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের অতিরিক্ত চাপ, সকালে কুমিল্লামুখী লেনে দুর্ঘটনা এবং একাধিক ইউটার্নে গাড়ি ঘোরানোর কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।
ফলে কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। যানজটে পড়া কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের যাত্রী জহিরুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে জামালদী এলাকায় প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে এগোতে হচ্ছে। দীর্ঘ সময় মহাসড়কে জ্যামের কারণে আটকে থাকতে হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ভবেরচর এলাকায় যানজটে আটকে থাকা তিসা পরিবহনের বাসচালক ইছাহক মিয়া জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে জামালদী পৌঁছানোর পর তীব্র যানজটে পড়েন।
তিনি আরও বলেন, সাধারণত ১৫ মিনিটে যে ৮ কিলোমিটার পথ পার হওয়া যায়, আজ সেখানে প্রায় এক ঘণ্টা লেগেছে।
এদিকে গজারিয়া উপজেলার মধ্যবাুশিয়া গ্রামের বাসিন্দা রহমত উল্লাহ জানান, সকাল ৮টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে বাসে ওঠেন তিনি ও তার বৃদ্ধা মা। মহাসড়কের মেঘনা সেতু অতিক্রমের পর তাদের বহনকারী বাসটি গজারিয়া অংশে পৌঁছানোর পর যানজটে আটকে পড়েন। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে তাদের প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেয়া হয়েছে। তবে গজারিয়া অংশে পাঁচটি ইউটার্নে গাড়ি ঘোরানোর কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।
অপরাধ ও দুর্নীতি: ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সিআইডি