দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে স্থানীয় সরকার প্রকৌশলের নির্মাণাধীন সড়কে ঠিকাদার দায়সারাভাবে কাজ করছেন বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারিতে নির্মাণকাজ সম্পন্ন করার দাবি এলাকাবাসীর।
উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, টুপকার চর থেকে খোলাবাড়ি ১.৮৩০ কি.মি. সড়কটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ.স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড। সড়কটির নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ ছিল। নির্বাচনকালীন ভোটারদের ভোটদান যাতায়াত সুবিধার্থে কাজ শুরু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, ইমরান হোসেন, জিয়াউল, আব্দুল মালেকসহ অনেকেই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, যেকোনো সড়ক নির্মাণে বক্স কাটিংয়ের পর পানি দিয়ে রোলিং করার মাধ্যমে কিউরিং করতে হয়। টিকাদার তা করেনি। এরপর সেন্ট ফিলিংয়েও নয়ছয় করেছে; যা এলাকাবাসীর চোখে ধরা পড়েছে। সড়ক নির্মাণে দুই ধাপে রোলার মেশিনের কাজ হয়েছে কিন্তু এলাকাবাসী সড়ক নির্মাণ সাইটে এখন পর্যন্ত রোলার মেশিনের দেখেনি।
এমনকি সড়কে ব্যবহারের জন্য নিম্নমানের রাবিশ খোয়া এনে রেখেছেন। ঠিকাদার খুবই নি¤œমানের কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারি জরুরি। নয়তো সড়কটি নির্মাণের ছয় মাস যেতে না যেতেই যানবাহনের চাপে এবং বৃষ্টির পানিতে সড়কে খনাখন্দে দেখা দিবে। এলাকাবাসী দুর্ভোগে পড়বে।
উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করা হয়েছে। এবং ঠিকাদারকে ভালোভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য স্থানীয়দের অভিযোগের বিষয়গুলো জানার জন্য ঠিকাদার মঞ্জুরুল ইসলাম নয়াকে সরাসরি না পেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অপরাধ ও দুর্নীতি: ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সিআইডি