image
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : শীত মানেই পিঠা উৎসব -সংবাদ

সিরাজদিখানে পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধনে বাঙালির শীতকাল মানেই পিঠা উৎসব। সেই ঐতিহ্যকে ধারণ করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. তানভীর আহমেদ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর ছোট বোন শামীমা আক্তার স্মৃতি। আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মিয়া মো. ফরিদ উদ্দিন, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল, অভিভাবক সদস্য ওমর ফারুক রিগ্যান, রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, সাবেক সদস্য আব্দুল মান্নান বেপারীসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অতিথিদের অংশগ্রহণে পুরো কলেজ মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। মেলায় ৯টি স্টলে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নারকেল পিঠা, তেলের পিঠা ও খেজুর গুড়ের পিঠাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই এসব পিঠা তৈরি ও পরিবেশন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বক্তারা বলেন, শীতকালীন পিঠা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মাঝে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিঠা উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি