image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আইফা মেধাবৃত্তি ও ‘শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা

সংবাদদাতা, চাঁদপুর

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘আইফা মেধাবৃত্তি ২০২৫’ ও ‘শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে হাসান হাফিজ বলেন, শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। যে জাতি শিক্ষাকে গুরুত্ব দেয় না, ইতিহাস তাকে ক্ষমা করে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজকে নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।

তিনি বলেন, শিক্ষকদের সম্মান না করলে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি