নীলফামারীর ডিমলা উপজেলায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক ও পরিকল্পিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ডিমলা উপজেলা প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন তারা। এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাউতারা ইউনিয়নের শুকানদিঘী এলাকায় পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় দৈনিক কালবেলার ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার সহসভাপতি কামরুজ্জামান মৃধা (জামান) এবং দৈনিক নয়া দিগন্তর ডিমলা প্রতিনিধি ও প্রেস ক্লাব ডিমলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান ইসলাম পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন। হামলায় তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, সত্য প্রকাশ ও অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এ ধরনের কাপুরুষোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং জনগণের জানার অধিকারকে দমন করার শামিল।
ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো, ময়েন কবীর এবং সাধারণ সম্পাদক বাদশা প্রামাণিক এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের ওপর হামলা। এই বর্বরতার মাধ্যমে সাংবাদিক সমাজকে ভয় দেখিয়ে কলম থামিয়ে দেয়া যাবে না।
তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, যদি অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করা না হয়, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
সাংবাদিক নির্যাতন বন্ধ করুন, হামলাকারীদের বিচার নিশ্চিত করুন, এই দাবিতে সোচ্চার হয়েছেন ডিমলার কর্মরত সাংবাদিকরা।
আহত দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করে সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন সাংবাদিকতা রক্ষায় যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ বরবরচিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অপরাধ ও দুর্নীতি: লোহাগড়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪