মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামের ছৈয়ালবাড়ি এলাকায় মরহুম আনোয়ার ছৈয়াল মাদ্রাসার আঙিনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মালখানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন।
মালখানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুল মতিন ছৈয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নানা শ্রেণী-পেশার নারী ও পুরুষ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও কল্যাণ কামনা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অপরাধ ও দুর্নীতি: লোহাগড়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪