আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্লাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক প্লাটফর্মটি।
৫ আগস্ট-পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস নিয়ে গত ১৭ মাসে জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন এই রাজনৈতিক মঞ্চ যুক্ত হলো, যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা কয়েকজন তরুণ।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেছে অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল। এরমধ্যে শুক্রবার বৈষম্যহীন সমাজ ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রতিশ্রুতিসহ ৫টি মূলনীতি ও ৭টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল এনপিএ।
অর্থ-বাণিজ্য: ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বিজ্ঞান ও প্রযুক্তি: বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর