image
রাজশাহী : পিঠা উৎসবে অতিথিরা -সংবাদ

দেশীয় ঐতিহ্যের পিঠার উৎসব ও শীতবস্ত্র বিতরণ

রাজশাহী সংবাদদাতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিবারের উদ্দ্যোগে রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠজুড়ে পিঠা উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. লায়লা আরজুমান্দ বানু।

৫০টি স্টলজুড়ে দেশীয় ঐতিহ্যের নানা স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেছেন উৎসবে অংশগ্রহণকারী রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে এই আয়োজনের পাশাপাশি রাজশাহীর বিভিন্ন এতিম খানার অসহায়দের মাঝে দেড়শত শীতবস্ত্র বিতরণ করা হয়। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে আয়োজিত পিঠা উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রুয়েটের শহর পরিষদ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি