image

নবীগঞ্জে অনুমতি ছাড়াই কৃষিজমি কেটে পুকুর খনন, এক লাখ টাকা জরিমানা

প্রতিনিধি নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর খননের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার এলাকার পুরানগাও গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। পুরানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ইয়াহিয়া মিয়ার মালিকানাধীন উর্বর ধানী কৃষি জমিতে এক্সাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট কাজে জড়িত আবিদ মিয়া (পিতা-মৃত আলীম উদ্দিন) অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন।

এ অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি