image

দোহারে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় ব্যান্ডপাটি বাজিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে রাজকীয়ভাবে শিক্ষকের বিদায় দিয়েছে সাবেক শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যেবাহী মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসেনকে উক্ত কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেন। ঘোড়ার গাড়িতে উঠিয়ে বাজনা বাজিয়ে শিক্ষার্থীরা কলেজ মাঠে ঘুরিয়ে মেঘুলা বাজার প্রদক্ষিণ করে পরে শিক্ষককে বিদায় দেন শিক্ষার্থীরা। অনেকে বিদায়ী মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

প্রধান অতিথি মাঈদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে শেখায়। শিক্ষকরা আমাদের আদর্শ। আমাদের সময় শিক্ষকদের আমরা পায়ে ধরে সালাম জানাতাম। আমি এখনকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলব, শিক্ষকদের প্রতি যে মর্যাদা, সম্মান তা আমাদের অবশ্যই পালন করা উচিত।

বিদায়ী শিক্ষক মোশারফ হোসেন বলেন, আমার ৩৪ বছর শিক্ষকতায় আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যাদের কথা মনে পড়েছে আমি এখনও বেঁচে আছি আসলে বেঁচে থাকাটাই হলো আশ্চর্য। আমার সহযোদ্ধারা যারা ছিলেন অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ পাক যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

তিনি আবেগ আপ্লুত হয়ে আরও বলেন, আমার বিগত দিনের শিক্ষকতায় আসলে আমি বলব শাসনের নামে আমি অত্যাচার করেছি তোমাদের ওপর তোমরা মনে রাখবে না এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে।

আমি শিক্ষকতা করতে গিয়ে অনেক সময় আমার শিক্ষার্থীদের ভালোর জন্য শাসন করেছি, শাসনের মাধ্যমে যতটুকু সফলতা করতে পেরেছি সবটুকু আমার শিক্ষার্থীদের আর যতটুকু ব্যর্থতা আমার।

মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রকিব ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এমএ আব্দুল ওহাব, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি