image
ছবিঃ সংগৃহীত

দশমিনায় অর্ধকোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার করেছে। অবৈধ স্থাপনা নির্মান করে দখলে থাকা এই সম্পত্তি সহকারী কমিশনার(ভূমি) মো.আবদুল্লাহ আল মামুন এবং থানা পুলিশের যৌথ অভিযানে এই সম্পত্তি উদ্ধার করা হয়। উপজেলা ভূমি অফিস সূত্র থেকে জানা যায়,উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে খাস জমিতে ঘর নির্মান করে দীর্যদিন যাবত দক্ষিন দাসপাড়া গ্রামের মো.আজাহার উদ্দিন মাইজভান্ডারী ব্যবসা করছে। সে এই জমির পজিশন বাঁশবাড়িয়া গ্রামের মো.হেমায়েত হাওলাদারের কাছে থেকে দেড় লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেন। সরকারী জমিতে নিয়মনীতি উপেক্ষা করে খাস জমিতে পাকা স্থাপনা নির্মান করলে তা প্রশাসনের নজরে আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি