পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার করেছে। অবৈধ স্থাপনা নির্মান করে দখলে থাকা এই সম্পত্তি সহকারী কমিশনার(ভূমি) মো.আবদুল্লাহ আল মামুন এবং থানা পুলিশের যৌথ অভিযানে এই সম্পত্তি উদ্ধার করা হয়। উপজেলা ভূমি অফিস সূত্র থেকে জানা যায়,উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে খাস জমিতে ঘর নির্মান করে দীর্যদিন যাবত দক্ষিন দাসপাড়া গ্রামের মো.আজাহার উদ্দিন মাইজভান্ডারী ব্যবসা করছে। সে এই জমির পজিশন বাঁশবাড়িয়া গ্রামের মো.হেমায়েত হাওলাদারের কাছে থেকে দেড় লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেন। সরকারী জমিতে নিয়মনীতি উপেক্ষা করে খাস জমিতে পাকা স্থাপনা নির্মান করলে তা প্রশাসনের নজরে আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে।
অর্থ-বাণিজ্য: গার্মেন্টস অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
অর্থ-বাণিজ্য: বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম
অর্থ-বাণিজ্য: মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন
অর্থ-বাণিজ্য: ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’