চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্কুলছাত্র শাহেদ ইসলাম হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার তাদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহতপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমসহ (৪০) এই মামলায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার আহমদ উল্লাহ (৩৪) ও মো. আরিফকে (২৫) ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশে সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর স্কুলছাত্র হত্যার মামলায় গ্রেপ্তারদের মধ্যে জাহাঙ্গীর নিজেকে নিহত শাহেদের ‘মামা’ পরিচয় দিয়ে নিখোঁজের পর থেকে পরিবারের সঙ্গে খোঁজাখুঁজিতে সক্রিয় ছিলেন। এমনকি মরদেহ উদ্ধারের সময়ও তাকে আহাজারি করতে দেখা গিয়েছিল। পুলিশের তদন্তে তার সম্পৃক্ততা বেরিয়ে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার তাকেসহ সন্দেহভাজন আরও দুজনকে আদালতে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহতপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মোনাফ ও জান্নাতুল ফেরদৌস দম্পতির সন্তান শাহেদ ইসলাম গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন।
রাতে আত্মীয়-স্বজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় একটি বিলে শাহেদের গলাকাটা মরদেহ পাওয়া যায়।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম
বিজ্ঞান ও প্রযুক্তি: জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন