সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তুহিন ইসলাম (২০) নামের এক যুবকের পাইকরগাছ গাছের ডালের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার, (১৭ জানুয়ারী ২০২৬) সকালে ৮টার দিকে উপজেলার মেঘাই ২নং বাঁধ এলাকায় সাইটতলা গ্রামের বাঁধের মাথায় পাইকর গাছের ডালে ঝুলিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ। নিহত তুহিন উপজেলার পরানপুর গ্রামের তছের আলী আকন্দের ছেলে।
গতকাল শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। খুব ভোরে উঠে যমুনা নদীর ওপারে চরে কাজ করতে যাওয়ার সময় মানুষজন গাছের ডালে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে তুহিনের লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে তুহিন বাড়ি থেকে বেরিয়ে যায়। তাকে না দেখে অনেক খোঁজাখোঁজির করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে স্থানীয় লোকজন সাইটতলা বাঁধের গাছের ডালের সঙ্গেগলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তুহিনকে দেখে পুলিশকে খবর দেয়।
তারা আরও জানান, তুহিন কিছুটা মানসিক রোগী, তার চিকিৎসা করা হচ্ছে, সে এর আগে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়ে আবার ফিরে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাজিপুর থানায় নিয়ে আসে।