image

রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে কৃষি জমিতে থেকে বিএডিসি সেচ প্রকল্পের বৈদ্যুতিক সেচযন্ত্রের জন্য বসানো তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে বিএডিসির প্রকৌশলী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে গত বৃহস্পতিবার গভীর রাতে কদলপুর মোয়াফের বিল এলাকায় চোরচক্র কৃষি জমির বৈদ্যুতিক খুঁটি থেকে কৃষক মো. আব্দুছ ছাত্তারের পরিচালনাধীন থাকা সেচ প্রকল্পটির ট্রান্সফরমারের মালামাল চুরি করে নিয়ে যায়। যার কারণে চলতি মৌসুমের চাষ শুরু করতে যাওয়া কৃষকরা পড়েছেন বিপাকে। সঠিক সময়ে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা বিঘœ ঘটায় বোরো চাষ ও শীতকালীন ফসল আবাদে অনিশ্চতার মুখে শতাধিক কৃষক।

এ বিষয়ে রাউজান থানায় বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন কৃষক মো. আব্দুছ ছাত্তার। তিনি বলেন, মোয়াফের বিল এলাকায় চাষ করার জন্য বিএডিসি থেকে সরকারি সহযোগিতায় স্কিম পাম্প ও ট্রান্সফরমার সরবাহ করি। এর মধ্যে বৃহস্পতিবার রাতে ট্রান্সফরমারের মালামাল (তামার কয়েল) চুরি হয়। এই বিষয়ে প্রথমে বিএডিসি কর্তৃপক্ষকে জানাই। পরে রাউজান থানায় বাদী হয়ে অজ্ঞাত চোরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেই।

রাউজান বিএডিসির প্রকৌশলী মো. সাইফুল জানান, ঘটনার খবর জেনে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি বিএডিসি প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে চুরি হওয়া মালামালগুলো ম্যানেজার মো. আব্দুছ ছাত্তারকে উদ্ধারের জন্য চেষ্টা করতে বলা হয়েছে। পরবর্তী কীভাবে সংযোগ দেয়া যায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» পত্নীতলায় বিপুল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য জব্দ

» সৈয়দপুরে শিক্ষায় আলোকিত করার বাতিঘর এফ ও এইচ স্কুল

সম্প্রতি