দেশের তাপমাত্রা সামগ্রিকভাবে ১–২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। ফলে জানুয়ারির অবশিষ্ট দিনে আর শৈত্যপ্রবাহ হবে কি-না নিয়ে প্রশ্ন উঠেছে। আবহাওয়াবিদরা বলছেন, আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে শৈত্যপ্রবাহের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা কম।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শুক্রবার দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ ছিল। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯ ডিগ্রি সেলসিয়াস হলেও শৈত্যপ্রবাহ বলে বিবেচিত হচ্ছে না।
এদিকে গত কয়েকদিনে তাপমাত্রা বাড়তে থাকায় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর থেকে আবার একটু বাড়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতির কারণে এ মাসে শৈত্যপ্রবাহ পুনরায় আসবে কি-না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তবে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এর মানে এই নয় যে এখনই শীত একেবারেই শেষ হয়ে গেলো। দেশের আবহাওয়া বৈচিত্র্য ও ফেব্রুয়ারিতে প্রভাবিত শীতের ঘটনা বিবেচনায় রেখে সময়ের সঙ্গে তাপমাত্রা পরিবর্তনের দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।