গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনের উত্তর পাশে শনিবার সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৪৪) নামে ভারসাম্যহীন এক ব্যক্তি মারা গেছেন। নিহত মহসিন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ফলগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে। বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যদর্শীরা জানান, সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের পাশেই রেললাইন পার হওয়ার সময় মহসিন আলী ট্রেনের নিচে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহসিনের স্বজনদের দাবি তিনি দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন ছিলেন। বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: গত বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড, ৫৪৬০ কোটি টাকা আয়
অর্থ-বাণিজ্য: প্রতিদিন ১৫০০ কোটি টাকা রেমিট্যান্স আসছে দেশে