জাটকা নিধন প্রতিরোধের লক্ষ্যে এবং সংরক্ষণে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে। মোংলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোংলার দ্বিগরাজ নৌ ঘাঁটির বাংলাদেশ নৌবাহিনীর একটি দল সহায়তা করে। মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে অবৈধ জাল ব্যবহার করে মোংলা পশুর নদীতে মাছ শিকার করছে। এতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। তিনি আরও জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে দুটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: গত বছর চট্টগ্রাম বন্দরে রেকর্ড, ৫৪৬০ কোটি টাকা আয়
অর্থ-বাণিজ্য: প্রতিদিন ১৫০০ কোটি টাকা রেমিট্যান্স আসছে দেশে