মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিন কাদের খাঁনের একটি কুরুচিপূর্র্ণ কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজ সরকারি কার্যালয়ে বসে একজন সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে আলাপকালে তিনি অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করেন, যা এখন টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শনের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়েও অত্যন্ত কুরুচিপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করছেন।

একজন দায়িত্বশীল পদে থেকে সরকারি অফিসে বসে এমন আচরণকে পুলিশের শৃঙ্খলা ও পেশাদারিত্বের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন সচেতন মহল।

জনগুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় এবং শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত ইন্সপেক্টর আমিন কাদের খাঁনের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিন কাদের খাঁনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন (০১৩২০-১১৪২৫৭) বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান বলেন, বিষয়টি অফিসিয়াল নয়, কথার ফাকে উত্তেজনাবশত বলে ফেলেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি