চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরের পার্কের ফটকে কাঁথা মোড়ানো এক শিশুকে উদ্ধার করেছেন নিরাপত্তা কর্মীরা। আগ্রাবাদ এলাকার জাম্বুরি পার্কে এ ঘটনায় পুলিশে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের চিকিৎসকরা বলেন, শিশুটির ঠা-াজনিত সমস্যা ছাড়াও জন্মগত কিছু ত্রুটি আছে। তবে উদ্ধারের সময়ের চেয়ে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।

শনিবার, (১৭ জানুয়ারী ২০২৬) বিকেলে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসাপাতালের পরিচালক ডা. নুরুল হক বলেন, গতকাল শুক্রবার পুলিশ একটি অজ্ঞাত শিশু উদ্ধার করে আমাদের হাসপাতালে ভর্তি করিয়েছে। আমরা এনআইসিইউতে রেখে তার যাবতীয় চিকিৎসা চালাচ্ছি। চিকিৎসা করতে গিয়ে ঠা-াজনিত শ্বাসকষ্ট ছাড়াও জন্মগত ত্রুটিসহ বিভিন্ন জটিলতা পেয়েছি।

আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন।

জাম্বুরি পার্কের নিরাপত্তাকর্মী আবদুল মালেক বলেন, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার ফটকে তালা দিতে গিয়ে দেখি মেঝেতে কাঁথা মোড়ানো কিছু পড়ে আছে। এগিয়ে গিয়ে দেখি সেটি মেয়েশিশু। আশপাশে কাউকে না পেয়ে কোলে তুলে নিই। থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে হাসপাতালে ভর্তি করান।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান বলেন, পার্কের নিরাপত্তাকর্মী শিশুটিকে বিকেল সাড়ে ৫টার দিকে দেখতে পান। তখন শিশুটির পরনে ছিল একটি ডায়াপার আর নতুন একটি কাঁথা। উদ্ধারের সময় ঘুমিয়ে ছিল শিশুটি। এএসআই মো. আসলাম সরকারের নেতৃত্বে আমাদের দায়িত্বরত পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেছেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। তিনি আরও বলেন, আমরা তিন মাস বয়সী শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি। অভিভাবক না পেলে আমরা আদালতের শরণাপন্ন হবো।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি