ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয় তলার শিশু ওয়ার্ডের সাব স্টোরে (মেট্রেস স্টোর) শনিবার, (১৭ জানুয়ারী ২০২৬) বিকেল ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাব স্টোরের সব মালামাল ও মেট্রেস পুড়ে যায়। এদিকে আগুন লাগার খবরে এবং সাব স্টোরে মেট্রেস থাকায় আগুনের প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় সবগুলো ফ্লোর।

এসময় বিভিন্ন ওয়ার্ডেও রোগী ও স্বজনরা ছুটোছুটি করে সিঁড়ি বেঁয়ে নিচে নেমে আসে। এ সময় বেশ কয়েকজন রোগী ও স্বজন আহত হয়। হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম জানান, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। শিশু ওয়ার্ডের যে সাব স্টোরে আগুন লেগেছে, সেখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার সুযোগ কম। তবে আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুত বিভাগের লোকজন বিষয়টি তদন্ত করে দেখছে।

হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, ৬ তলার শিশু ওয়ার্ডের সঙ্গে একটি সাব স্টোর রয়েছে। সেখানে অতিরিক্ত মেট্রেস ও বেডশীট থাকে। সেটির দরজাও বন্ধ থাকে। কিন্তু সেখানে আগুন লাগার কোনো সুযোগ নেই। তবে পাশে একটি বাথরুম রয়েছে। সেখানে রোগীর স্বজনরা বিড়ি-সিগারেটের আগুন অসাবধনতাবশত ফেললে সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

‘সারাদেশ’ : আরও খবর

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি