মহেশপুরে চাকার নিচে থেমে গেল একটি জীবন

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা-সংলগ্ন বাইপাস সড়কে জলিলপুরগামী পথে রোববার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৭ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে মানবিকতাকে নাড়া দেয়া এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হন দৈনিক সংবাদ পত্রিকার মহেশপুর প্রতিনিধি সাংবাদিক সাইফুল ও দৈনিক কালের কণ্ঠের মহেশপুর প্রতিনিধি সাংবাদিক রাজন। ময়লার স্তূপের পাশ দিয়ে জলিলপুর দিক থেকে আসা একটি মাছবাহী লাটাই গাড়ির চাকার নিচে মুহূর্তেই পিষ্ট হয়ে প্রাণ হারায় একটি কুকুরছানা। চোখের সামনে এমন নির্মম দৃশ্য দেখেও তখন কিছুই করার ছিল না শুধু অসহায় নীরবতা আর বুকভরা কষ্ট। পরদিন ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে আবার সেই স্থান দিয়ে যাওয়ার সময় দেখা যায়, কুকুরছানাটি এখনও সেখানেই পড়ে আছে; পাশে বসে আছে তার মা—চোখভরা জল, মুখে কোনো শব্দ নেই, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে লুকানো গভীর শোক। মৃত সন্তানের শরীরে একটি মাছিও বসতে দিচ্ছে না, বারবার তাড়িয়ে বেড়াচ্ছে যেন এখনও বিশ্বাস করতে পারছে না তার সন্তান আর ফিরবে না। এক দিন পেরিয়ে গেলেও মায়ের অপেক্ষা শেষ হয়নি, শেষ হয়নি তার মমতা। ব্যস্ত সড়কের পাশে এই নীরব কান্না যেন আমাদের বিবেককে প্রশ্ন করে আমরা কি সত্যিই মানুষ, নাকি কেবল পথচলা নির্দয় দর্শক?

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি