যশোর জেনারেল হাসপাতালের ওষুধ গোডাউনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এক কার্টন ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার হয়েছে। স্থানীয়রা দেখতে পেয়ে হাসপাতাল ক্যাম্পে দায়িত্বরত পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে। গতকাল শনিবার রাত ৮টার দিকে গোডাউনের গেটের সামনে কার্টনটি পড়ে ছিল। খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত হন ও পরিত্যক্ত সিরিঞ্জভর্তি কার্টনটি নিজের হেফাজতে গ্রহণ করেন। উদ্ধার কার্টনে এক হাজার পিস সিরিঞ্জ ছিল। সরকারি হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এভাবে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম অনিরাপদ অবস্থায় পড়ে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম অনুযায়ী গোডাউন থেকে ৫ সিসির এক হাজার এবং ১০ সিসির এক হাজার পিস সিরিঞ্জ মেডিসিন ওয়ার্ডে সরবরাহ করার কথা ছিল। এর মধ্যে ৫ সিসির সিরিঞ্জগুলো যথাস্থানে পৌঁছালেও ১০ সিসির সিরিঞ্জভর্তি কার্টনটি গোডাউনের সামনে পড়ে ছিল। এটি কীভাবে এবং কেন সেখানে রয়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে সরকারি মালামাল এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকার ঘটনায় সাধারণ মানুষ ও রোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তত্ত্বাবধায়ক ডাক্তার শাফায়েত।
সারাদেশ: চুনারুঘাটে যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ: বেগমগঞ্জে পরিত্যক্ত এলজি উদ্ধার
সারাদেশ: বেগমগঞ্জে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ