গজারিয়ায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে গ্যারেজ থেকে ১০টি অটোরিকশার ব্যাটারি চুরি

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনাঘাট বাজারের নৈশপ্রহরীকে বেঁধে রেখে একটি রিকশা গ্যারেজ থাকা ১০টি ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চুরির খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মেঘনাঘাট বাজারের প্রবেশ মুখে মাইনুদ্দিন মিয়ার গ্যারেজে থাকা ব্যাটারিচালিত ১০টি অটোরিকশার ব্যাটারি চুরি করে একটি সংঘবন্ধ চক্র।

শনিবার রাতে দায়িত্বরত নৈশপ্রহরী আবুল হোসেনকে বেঁধে রেখে ৬ থেকে ৭ জনের চোরচক্র ২০টি লিথিয়ান ব্যাটারি রিকশা থেকে খুলে পিকাপে ভরে নিয়ে যায়। রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ওই চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেছেন। নাম প্রকাশ না করে এক ভুক্তভোগী বলেন, ওই সময় রাস্তা পারাপারের সময় চোরচক্র ওই এলাকায় গড়ে উঠা আনোয়ার সিমেন্ট কারখানার একজন গাড়ি চালককে বেঁধে রেখে তার কাছ থাকা ৫ হাজার টাকা লুটে নেয়।

গ্যারেজে রাখা অটোরিকশার ব্যাটারি চুরি যাওয়ায় কতগুলো পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

এতে অটোরিকশা চালকরা দিশাহারা হয়ে পড়েছেন। তাদের দাবি, আমরা গবির মানুষ, কিস্তিতে টাকা তুলে অটোরিকশা ক্রয় করেছিলাম, এখন কি করব?

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই আছিয়া খাতুন রোববার দুপুরে জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন।

সম্প্রতি