দোয়ারাবাজারে পুলিশের ওপর হামলা ১১ জনের নামসহ মামলা, অজ্ঞাত ১০১৫ জন

প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১১ জন নামধারীসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

১৬ জানুয়ারি রাতে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একদল দুষ্কৃতকারী বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের সরকারি কাজে বাধা দেয়া হয় এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে জখম করা হয়। হামলার একপর্যায়ে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় হামলাকারীরা। মোটরসাইকেল দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

এ ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা সবাই মৌলারপাড় এলাকার বাসিন্দা।

সম্প্রতি