image
ছবিঃ সংগৃহীত

রূপগঞ্জের দুই স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত

সংবাদদাতা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। রোববার, (১৮ জানুয়ারী ২০২৬) কুমিল্লা জেলার কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি যাদুঘরসহ আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে তারা কাশবন রিসোর্টে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করে। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।

সভায় বক্তব্য রাখেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান উপদেষ্টা, হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মোমেন, বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভূঁইয়া, পরিচালক এমএ কালাম, আমির হোসেন, সেলিম রানা, ইসলাম মিয়া, কাওছার হামিদ, পূর্বাচল প্রিক্যাডেটের সভাপিত আব্দুল্লাহ আল মামুন, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক গোলাম রসূল, হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মিজানুর রহমান, মো. সৈকত হোসেন, লিখন মিয়া, বাঘবের আইডিয়াল হাইস্কুলের শিক্ষক সোহাগ মোল্লা, সুমন আহম্মেদ, হৃদয় হাসান মুন্না, তানভীর রহমান, শোয়াইব মিয়া, নাসরিন সুলতানা, সাবিকুন্নাহার মুন্নি, আফরিন সুলতানা, সুস্মিতা রাণী প্রমুখ।

পরে কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের সমন্বয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সম্প্রতি