image
ছবিঃ সংগৃহীত

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুই হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ান বিএনপির আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সেকান্দর বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের কাছে শীতবস্ত্র তুলে দেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহম্মেদ। এ ছাড়া জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সদ্যপ্রায়ত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ছাড়াও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

সম্প্রতি