ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৩ কিশোরকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী ও রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশন ইয়ার্ডের কাছাকাছি পৌঁছালে চলন্ত ট্রেনে পাথর ছোড়া হয়। এতে ট্রেনের জানালার কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে সঙ্গে সঙ্গে ট্রেন থামানো হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ৩ কিশোরকে ধরে ফেলেন তারা।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে ৩ কিশোরকে ধরে খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যায় ট্রেনে থাকা জিআরপি পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি রেলওয়ের এই কর্মকর্তা। তিনি আরো জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেফতারকৃত কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সারাদেশ: চুনারুঘাটে যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ: বেগমগঞ্জে পরিত্যক্ত এলজি উদ্ধার
সারাদেশ: বেগমগঞ্জে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ