বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেছেন, ঘাতকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি বলেন, সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে এবং যারা আগে ভোট দিতে যেতে পারেননি, তাদেরও এবার ভোট দিতে উৎসাহিত করতে হবে। মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ পূর্ণ মর্যাদা নিয়ে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াক। সে লক্ষ্যেই এই গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোট দিতে চাই। কারণ, ‘হ্যাঁ’ ভোট দিলে আর কোনো দিন কোনো স্বৈরশাসক ক্ষমতায় আসতে পারবে না এবং একাত্তরের পরাজিত শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসীন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা অনিল বরন রায়, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবির।
স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব আব্দুল মোতালিব খাঁন (পটু)।
এ সমাবেশে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, ঐক্য ও দেশপ্রেমের আবহে প্রাণবন্ত হয়ে ওঠে।