‘এসো ভাই এসো বোন, লেখা-পড়ায় দেই মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং অবসরপ্রাপ্ত দুই শিক্ষক জীবন নেসা ও আলী আহম্মদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার, (১৮ জানুয়ারী ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ২০নং পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক ছাত্র ও পর্তুগাল প্রবাসী সাইফুল ইসলাম খোকনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয়। সাবেক ব্যাংকার
ও সমাজসেবক মো. কেরামত আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি নুর আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা মুন্নী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের স্মরণ করিয়ে দেয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং অবসরপ্রাপ্ত দুই শিক্ষকে সম্মাননা প্রদান করা হয়।