image
ছবিঃ সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে আব্দুল মমিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড় থেকে ট্রাক্টর উল্টে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মমিন (১৮) লাল মিয়ার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর হতে সে নিতাই ইউনিয়নের তকেয়াপাড়া গ্রামে নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল আজিজ ডাব্লু। তিনি জানান, নিহত মমিন গতকাল শনিবার সন্ধ্যায় মাটি ও বালু পরিবহন শেষে কুঠিয়ালপাড়ার ক্যানেলের উপর দিয়ে মাহেন্দ্র ট্রাক্টরটি নিয়ে তকেয়াপাড়া বাড়ি ফিরছিল। এ সময় ট্রাক্টরটি উল্টে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়।

ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে পড়ে তার মৃত্যু হয়। লাশ তার নানা বাড়ি তকেয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে।

কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুছ সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি