মৌলভীবাজার জেলার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুগর গ্রাম থেকে একটি শকুন পাখি উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়নের দুগর গ্রামে এলাকাবাসী একটি পাখিকে গাছের ডালের ওপর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাখিটি উড়তে পারছিল না, কারণ তার একটি পা গাছের ডালের সঙ্গে আটকে গিয়েছিল। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী পাখিটিকে নিরাপদে উদ্ধারের উদ্যোগ নেন এবং সম্মিলিতভাবে গাছ থেকে নামান। তাৎক্ষণিকভাবে এলাকার বাসিন্দা আউলিয়া মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যোগাযোগ নম্বর সংগ্রহ করে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিষয়টি ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে রাত ১০টার দিকে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। তারা পাখিটিকে একটি শকুন হিসেবে শনাক্ত করেন এবং পরে শকুনটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেন। এ সময় তারা এলাকাবাসীকে বন্যপ্রাণী দেখলে ক্ষতি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে উদ্বুদ্ধ করেন।
পরদিন সকালে উদ্ধার করা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য শকুনটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
সারাদেশ: কালাইয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার