image
ছবিঃ সংগৃহীত

গোয়ালন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, দুই পা বিচ্ছিন্ন

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল ইসলাম নামে একজনের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মো. রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া এলাকার মৃত শামচুর রহমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহগামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি